অলওয়েল হল ফিনল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান যেখানে একটি ডিজিটাল হসপিটালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হয়। অলওয়েল আইসিটি
ভিত্তিক একটি পেশেন্ট-কেন্দ্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক সময়ে
সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করে থাকে।
অলওয়েল প্যারেন্ট কেয়ার প্ল্যানের সেবা সমূহ বয়স্ক রোগীদের জন্য
বিশেষ করে যাদের চলাফেরা করা কিংবা লম্বা সময় ধরে সিরিয়ালের জন্য
অপেক্ষা করা কষ্টসাধ্য তাদের জন্যে আদর্শ। আপনি যদি প্রবাসে জীবন
যাবন করেন অথবা নিজ বাসা থেকে দূরে বসবাস করেন, তাহলে এই
প্যাকেজটি আপনার জন্যে। আপনার বাবা-মার নিয়মিত চিকিৎসা ও
দেখভালের দায়িত্ব আপনি আস্থার সাথে আমাদের কাছে অর্পণ করতে
পারেন।
প্রচলিত ধারার হাসপাতাল-কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছে
এই ভাবনাকে মাথায় রেখে যে একজন রোগী কিছুদিন বা কিছু সপ্তাহের
মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। আর তাই, অপেক্ষাকৃত কম তীব্রতার অথচ
প্রাণঘাতী অসংক্রামক রোগের প্রবণতা বৃদ্ধি (নন কমিউনিকেবল ডিজিজ,
যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি) এবং ঘন ঘন মহামারীর মত
সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্যে একটি রোগী-কেন্দ্রিক চিকিৎসা
ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে, যেখানে রোগীদের সাথে নিয়মিত ফলোআপ ও
চেকআপ এর মাধ্যমে তাদের ওষুধপত্র, ওষুধের ডোজের পরিবর্তন, সময়ের
আগেই রোগীর জন্য প্রয়োজনীয় চিকিৎসা নির্ণয় করা এবং সঠিক সময়ে
সঠিক বিশেষজ্ঞের কাছে রেফার করা সহ আর অনেক সুবিধা থাকবে।
অলওয়েল প্যারেন্ট কেয়ার সেবা এই সকল চাহিদা পূরণ করার পাশাপাশি
আরো কিছু বাড়তি সুবিধাও দিয়ে থাকে যেমন জরুরি প্রয়োজনে
অ্যাম্বুলেন্স সেবা, প্রশিক্ষণপ্রাপ্ত আইসিইউ নার্স, অক্সিজেন
সিলিন্ডার সরবরাহ, প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ - অলওয়েল অ্যাপের
মাধ্যমে সকল সেবাই এখন আপনার হাতের মুঠোয়।
আমরা নগদ টাকা, বিকাশ, এবং ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার গ্রহণ
করে থাকি।
আমাদের সরাসরি ফোন করুন। আমাদের হটলাইন নাম্বার হচ্ছে ০৯৬৬৬ ৭৬৬
০০০। বাংলাদেশে আমরা ২৪/৭ সেবায় নিয়োজিত।
অলওয়েল রোগীর বাসায় কোনো ধরনের জরুরী সেবা প্রদান করে না।
তবে অলওয়েল কল সেন্টারের অভিজ্ঞ এমবিবিএস ডাক্তাররা জরুরী
অবস্থার রোগীদের সঠিক সময়ে সনাক্তকরণ এবং রোগীর প্রয়োজন বুঝে সে
অনুযায়ী যথাযথ ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে রোগীকে
তাৎক্ষনিকভাবে রেফার করতে পারেন। অলওয়েল তার কিছু সহযোগী
প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সেবাও
দিয়ে থাকে।
নিশ্চয়!
আমাদের সরাসরি ফোন দিন। আমাদের হটলাইন নাম্বার ০৯৬৬৬ ৭৬৬ ০০০।
বাংলাদেশে আমাদের হটলাইন নম্বর ২৪/৭ চালু আছে।
হ্যাঁ, আমরা জরুরী অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকি। আপনাকে শুধু
আমাদের এই নম্বরে ফোন দিতে হবেঃ ৯৬৬৬ ৭৬৬ ০০০।
বাংলাদেশে আমরা ২৪/৭ সেবায় নিয়োজিত আছি। প্যারেন্ট কেয়ার
প্যাকেজের সাথে অ্যাম্বুলেন্স একটি বাড়তি সেবা হিসেবে যোগ করা
যাবে।
মাসিক ৬০০০/- টাকার প্যাকেজটি শুধু মাত্র একজন প্যারেন্টের জন্য।
বাবা এবং মা উভয়ের জন্য প্যাকেজের মূল্য হচ্ছে মাসিক ৯০০০/-
টাকা।
নিশ্চয়ই পারবেন!
আমরা জানি সবার স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এক নয়। আপনার
বাবা-মার জন্য আপনার সুনির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী একটি যথাযথ
প্ল্যান তৈরি করে নিতে আমরা সাহায্য করবো। আপনার প্রয়োজন অনুযায়ী একটি
কাস্টমাইজড প্যাকেজের জন্য যোগাযোগ করুন ৯৬৬৬ ৭৬৬ ০০০ নম্বরে।
আমরা আপনাকে সরাসরি ফোন করবো। এছাড়াও আপনি যেকোনো সময় অলওয়েল
প্লাটফর্মে লগইন করে তাদের প্রেসক্রিপসন, ডাক্তারের দেয়া ঔষধ,
এবং চিকিৎসার ইতিহাস দেখতে পারবেন।
অবশ্যই!
পেশেন্টকে নিবন্ধিত করার সময়েই আমরা তার চিকিৎসার ইতিহাস সংগ্রহ করি। অলওয়েল অ্যাপের মাধ্যমে রোগীর মেডিকেল রিপোর্টগুলো যেকোন ফরমেটে (ইমেজ, পিডিএফ ইত্যাদি) অলওয়েল প্লাটফর্মে আপলোড করতে পারবেন।
অলওয়েলের ডিজিটাল প্লাটফর্মে আপনি আপনার পেশেন্টের সম্পূর্ণ চিকিৎসাগত ইতিহাস দেখার সুযোগ পাবেন।